অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর, ২০২৪: পুলিশের হাতে উদ্ধার রক্তাক্ত ব্যক্তির মৃত্যু জিবি হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে রাজধানীর লিচু বাগান এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ।
তারপর ৯ টা নাগাদ জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে এনে ভর্তি করায়। দুপুর প্রায় একটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অজ্ঞাত ব্যক্তি।
শনিবার বিকেল পর্যন্ত এই অজ্ঞাত ব্যক্তির কোন পরিচয় পায়নি জিবি হাসপাতালে চিকিৎসকরা। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলতে পারছে না তারা।
তবে মাথায় আঘাত এবং মুখে রক্তের ছাপ রয়েছে। বয়স আনুমানিক ৬০-৭০ বছর। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।