অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর, ২০২৪: কুখ্যাত দুই বাইক চোরকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানা পুলিশ। দীর্ঘদিন ধরে আগরতলা শহরে বাইক চুরির ঘটনার সাথে তারা জড়িত বলে মনে করছে পুলিশ। এ বিষয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজধানীর নতুন পল্লী এবং বনকুমারী এলাকার দুই ব্যক্তির বাড়ি থেকে দুটি বাইক চুরি হয়।
তারপর মামলা হয় পূর্ব আগরতলা থানায়। তারপর পূর্ব থানার পুলিশ একটি টিম গঠন করে তদন্তে নামে। তারপর এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজনের নাম সুমন ভট্টাচার্যী এবং বিশ্বজিৎ সাহা। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ রাজধানীর বাইপাস সংলগ্ন এলাকার একটি জঙ্গল থেকে চুরি যাওয়া বাইক দুটি উদ্ধার করতে সক্ষম হয়।
তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। তাদের কোর্টে তুলে পুলিশ রিমান্ডে আনা হবে। তাদের সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে। পুলিশের তথ্য সংগ্রহ করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করবে বলে জানান তিনি।