অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর, ২০২৪: কাজ করেও মিলছে না মজুরি। অভাব অনটন এবং হতাশায় ভুগছে শ্রমিকরা। ঘটনা কৈলাসহরের হীরাছড়া চা বাগানে। রবিবার তারা হীরা ছড়া ভিলেজ কমিটির অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়। শ্রমিকদের অভিযোগ, ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান হলো হীরাছড়া চা বাগান। একশ কুড়ি বছরের পুরনো হীরাছড়া চা বাগানটি বেহাল অবস্থায়। চা বাগানে এখনও প্রায় ছয়শো শ্রমিক পরিবার রয়েছে। বর্তমানে তাদের অবস্থা খুবই করুন।
বিগত কয়েক বছর পূর্বে সিলকুট কোম্পানি বাগানটি পরিচালনা করলেও বর্তমানে সানসাইন নামক এক কোম্পানি বাগানটি পরিচালনা করছে। সিলকুট এবং সানসাইন দুটো কোম্পানিরই মালিক বলে নিজেকে পরিচয় দেন স্থানীয় মোছব্বীর আলী নামে এক ব্যক্তি। তিনি বাগানের শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে মজুরি দিচ্ছেন না। শুধু মজুরি নয়, এছাড়াও আরও অন্যান্য ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন শ্রমিকদের।
শ্রমিকরা মজুরি দাবি করলে বাগান মালিক শ্রমিকদের সাথে দুরব্যবহার করছে বলে জানান শ্রমিকরা। শুধু তাই নয়, শ্রমিক পরিবারের ছাত্রদের নামেও থানায় মিথ্যা মামলা করেন বাগান মালিক। সাম্প্রতিক কালে বাগান শ্রমিকরা কৈলাসহরের মহকুমাশাসক এবং ঊনকোটি জেলার জেলাশাসককে লিখিত ভাবে জানিয়েছেন। বাগান শ্রমিকরা দাবী করেন, মোছব্বীর আলী আদতে বাগান মালিক নয়। অবৈধভাবে বাগান পরিচালনা করছেন।
সাম্প্রতিক কালে শ্রমিকরা মোছব্বীর আলীকে বাগান মালিকের নথিপত্র দেখাতে বললে শ্রমিকদের উপর আক্রমণ করেন। পরবর্তী সময় শ্রমিকদের নামে থানায় মিথ্যা মামলাও করেন। বর্তমানে বাগান শ্রমিকরা চাইছে সোসাইটি করে শ্রমিকরা নিজেরা বাগান পরিচালনা করার।