অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর, ২০২৪: রাজভবনে আজ এক অনারম্বড় অনুষ্ঠানে বিনয়শঙ্কর মিশ্র ত্রিপুরা ইনফরমেশন কমিশনের চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে তাঁকে শপথবাক্য পাঠ করান৷ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, সাধারণ প্রশাসন (পিএ) এর বিশেষ সচিব এ কে ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।