বছর শেষে গাড়ি ও বাইকের ভয়াবহ দুর্ঘটনা

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর, ২০২৪: বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো কমলপুর মহকুমার হাসপাতাল রোড সংলগ্ন একটি ঔষধের দোকান। ঘটনা মঙ্গলবার সাত সকালে। TR 01 CA 0749 নম্বরের একটি উল্টো গাড়ী পুরোপুরি রং সাইড ধরে চলার কারণে নিউ লক্ষীনারায়ণ মেডিকেল হলের বারান্দার কাছে এসে পড়ে।

সেখানে দাড় করিয়ে রাখা TR 04 D 7044 নম্বরের একটি বাইকের উপর উঠিয়ে দেয় বেপরোয়া এই গাড়িটি। ফলে বাইকটি দুমড়ে মুছড়ে যায়। সামনে থাকা একটি লোহার খুঁটিকে বাকা করে ফেলে এই গাড়িটি। ক্ষতিগ্রস্ত বাইকের মালিক হলো লক্ষীনারায়ণ মেডিকেল হলের কর্মচারী কৌশিক দাস। গাড়িটি চালাচ্ছিলেন মেডিকেল রিপ্রেসেন্টেটিভ তারাশঙ্কর আচার্য্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও বাইক উদ্ধার করে।

Recent Posts