অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর, ২০২৪: রাজ্যের পরিবহন দপ্তর ও দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ জানাল পশ্চিম ত্রিপুরা জেলা অটো রিকশা মজদুর সংঘ। ঘটনার বিবরণে জানা যায় সম্প্রতি জিবি থেকে বনিক্য চৌমুহনী সড়কে বেশকিছু অটোকে পারমিট প্রদান করা হয়। মূলত এই অটো গুলির পারমিট পূর্বে অন্য সড়কে ছিল।
তারা পারমিট পরিবর্তন করে জিবি-বনিক্য চৌমুহনী সড়কে পারমিট করিয়ে নেয়। জিবি-বনিক্য চৌমুহনী সড়কের অটো চালকরা বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পরে। ২৫ ডিসেম্বর তারা কর্মবিরতি আন্দোলনে সামিল হয়। পশ্চিম ত্রিপুরা জেলা অটো রিস্কা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক জানান তাদের আন্দোলনের বিষয়ে জানার পর পরিবহন মন্ত্রী বিষয়টি দেখার জন্য পরিবহন দপ্তরকে নির্দেশ দেয়।
পরিবহন দপ্তর থেকে তাদেরকে ডেকে নিয়ে আলোচনা করা হয়। পরিবহন দপ্তর থেকে বলা হয়েছে যে সকল অটোকে নতুন করে পারমিট প্রদান করা হয়েছে, সেই গুলি বাতিল করা হবে। এবং যারা বাকা পথে এই পারমিট প্রদান করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার জন্য পশ্চিম ত্রিপুরা জেলা অটো রিস্কা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক রাজ্যের পরিবহন মন্ত্রী ও পরিবহন দপ্তরকে ধন্যবাদ জানান।