দীর্ঘ বছর ধরে রাস্তা ও ড্রেইনের সমস্যা, সমাধানের দাবি ৫ নং ওয়ার্ডের এলাকাবাসীর

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর, ২০২৪: রাস্তা ও ড্রেন সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ডের ৭৯ টিলা লেলিন কলোনির বাসিন্দারা। এলাকায় নেই পানীয় জলের ভালো ব্যবসা। রয়েছে রাস্তা ও ড্রেইনের সমস্যা। এলাকার বাসিন্দারা জানান দীর্ঘ বছর ধরে এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। এলাকায় পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হলেও, সেই জল ব্যবহারের অযোগ্য।

রাস্তার পাশে ড্রেইন থাকলেও ড্রেইনটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। এলাকার কর্পোরেটর লতা নাথকে তাদের সমস্যার বিষয়ে অবগত করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অন্যান্য দিকে উন্নয়ন মূলক কাজ হলেও ৭৯ টিলা লেলিন কলোনি এলাকায় উন্নয়নের ছুঁয়া লাগেনি বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। তারা আরো বলেন আগামী দিন প্রয়োজনে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিভিন্ন ভাবে আন্দোলন গড়ে তুলতে পারে। কারণ দীর্ঘদিনের দাবি এগুলি।

ভোট আসলে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু প্রতিশ্রুতি এভাবে খেলাপ করে চলেছে রাস্তার কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা। তাই এবার প্রতিবাদের সামিল হচ্ছে তারা। তবে বিকাশ ত্রিপুরায় এই ধরনের অভিযোগ বিভিন্ন এলাকায় উঠছে। কাজের কাজ কিছু না হলেও মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলররা উন্নয়নের বুলি চড়িয়ে যাচ্ছেন। কিন্তু সব খবর রাখে রাজ্যের জনগণ।

Recent Posts