অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর, ২০২৪: পোষ সংক্রান্তিকে সামনে রেখে সংস্কার ভারতীর উদ্যোগে পুনঃরায় সাজিয়ে তোলা হচ্ছে আলপনা গ্রামকে। রাজধানীর লঙ্কামুড়ার আলপনা গ্রামে নতুন করে আলপনা করার কাজ চলছে। এলাকার মহিলারা বাড়ি ঘরে আলপনা আকার কাজ চালিয়ে যাচ্ছেন।
পোষ সংক্রান্তি উপলক্ষ্যে আলপনা গ্রামে বসবে দুইদিন ব্যাপী মেলা। তার জন্য প্রস্তুতি চলছে বর্তমানে। এলাকার এক মহিলা জানান ১৫ বছর পূর্বে সংস্কার ভারতীর উদ্যোগে আলপনা গ্রামের পথ চলা শুরু হয়।
৫ বছর পূর্বে যে আলপনা করা হয়েছিল, তা নষ্ট হয়ে গেছে। তাই নতুন করে আলপনা করা হচ্ছে। আলপনা গ্রাম সম্পর্কে সকলে অবগত রয়েছে। তিনি সকলকে আলপনা গ্রামে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান।