অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী , ২০২৫: আগামীকাল থেকে শুরু হচ্ছে ৪৩তম আগরতলা বইমেলা। আগামীকাল বিকাল ৫টায় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ ১৩ দিনব্যাপী আগরতলা বইমেলা আয়োজনের জন্য হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে।
প্রকাশক ও পুস্তক বিক্রেতাগণ ইতিমধ্যেই তাদের স্টল বইয়ের সম্ভার নিয়ে সাজিয়ে তুলেছেন। এবার বইমেলার মূল ভাবনা হলো ‘সর্বেষাং শান্তির্ভবতু’। প্রতিদিন বইমেলা শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনগুলিতে বইমেলা শুরু হবে দুপুর ২টায়। মেলা চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত৷ তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ক্লাবগুলির কাছে পাঠাগারের জন্য বই ক্রয় ও জনগণকে বইমেলা সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়েছে৷
অন্যান্য বছরের মতো এবারের বইমেলাতেও প্রতিদিন বইপ্রকাশ, কবি সম্মেলন, আলোচনাচক্র, ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীগণ ছাড়াও বহি:রাজ্যের বিশিষ্ট শিল্পীগণ অংশ নেবেন। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত ১৩ দিনব্যাপী আগরতলা বইমেলায় বই প্রেমীদের যাতায়াতের জন্য আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এবারের আগরতলা বইমেলায় প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের ১৫৯টি স্টল রয়েছে। এর মধ্যে ৪২টি স্টল বহি:রাজ্যের প্রকাশক ও বিক্রেতাদের।
পশ্চিমবঙ্গ, আসাম ও নয়াদিল্লীর প্রকাশক ও পুস্তক বিক্রেতাগণ বইমেলায় অংশ নিয়েছেন৷ প্রতি বছরের মতো এবারও বইমেলার সমাপ্তি দিনে বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৪টি পুরস্কার দেওয়া হবে। পুরস্কারগুলির মধ্যে রয়েছে চিত্র ও স্থাপত্য ক্ষেত্রে ধীরেন্দ্র কৃষ্ণ স্মৃতি পুরস্কার, সাহিত্যে সলিল কৃষ্ণ স্মৃতি পুরস্কার, শাস্ত্রীয় সঙ্গীতের জন্য কালীকিংকর দেববর্মা স্মৃতি পুরস্কার, ছোট গল্পের জন্য ভীষ্মদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার, লোকসস্কৃতির জন্য লালন পুরস্কার, নাটকের জন্য ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার, বেস্ট লিটল ম্যাগাজিন অ্যাওয়ার্ড, বাংলা ভাষার শ্রেষ্ঠ প্রকাশনার জন্য রাধামোহন ঠাকুর পুরস্কার,
ককবরক ভাষার শ্রেষ্ঠ প্রকাশনার জন্য দৌলত আহমেদ পুরস্কার, বাংলা ও ককবরক ব্যতীত অন্যান্য সংখ্যালঘু ভাষার শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার, ইয়ং ট্যালেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে নৃত্যে সত্যরাম রিয়াং অ্যাওয়ার্ড, সঙ্গীতে অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি পুরস্কার, ভিস্যুয়াল আর্টের জন্য সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার, নাটকের জন্য অর্জিত মজুমদার স্মৃতি পুরস্কার। আগরতলা বইমেলার উদ্যোক্তা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিদিন বইমেলায় অংশগ্রহণ করার জন্য সবার প্রতি সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।