অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী , ২০২৫: আগামী ৪ জানুয়ারি কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে ঊনকোটি জেলাভিত্তিক অদ্বৈত মল্লবর্মণের ১১১তম জন্মজয়ন্তী উদযাপন করা হবে। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে গত ৩০ ডিসেম্বর কৈলাসহর মহকুমার মহকুমা শাসক কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার, মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা, জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি বেনীমাধব চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের এসআইও সুকান্ত মলসই প্রমুখ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় অদ্বৈত মল্লবর্মণ জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৩ জানুয়ারি ঊনকোটি কলাক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে।
৪ জানুয়ারি মূল অনুষ্ঠানে মহাবিদ্যালয় ও স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বক্তৃতা প্রতিযোগিতার বিষয় হল ‘অদ্বৈত মল্লবর্মণের জীবন, দর্শন ও সাহিত্য’। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে
অংশ নেবেন।