অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী , ২০২৫: প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করল অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস। বুধবার রাজধানীর বটতলা এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ডঃ মনমোহন সিং-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপস্থিত ছিলেন অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল, সদর জেলা কংগ্রেসের সভাপতি তন্ময় রায় সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত ডঃ মনমোহন সিং-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল জানান ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে ওনারা একজন অভিভাবককে হারিয়েছেন। ডঃ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকা কালিন সময় দেশের অনেক উন্নয়ন হয়েছে।