অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী , ২০২৫: তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় অদ্বৈত মল্লবর্মণের ১১১ তম জন্মদিন। রাজধানীর অফিস লেন স্থিত অদ্বৈত অতিথি শালা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা।
মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরে অদ্বৈত মল্লবর্মণের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান প্রতি বছর উৎসাহ উদ্দীপনার সাথে অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন পালন করা হয়। অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উপলক্ষ্যে রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেলাঘরের কেমতলী এলাকায়।
রাষ্ট্রীয় শোক থাকার কারনে রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। অদ্বৈত মল্লবর্মণ সকলের জীবনে একজন অন্যতম ব্যক্তি হিসাবে পরিচিত। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাড়িয়ে অদ্বৈত মল্লবর্মণ নিজেকে প্রতিষ্ঠা করেছেন।