বর্ষবরণের রাতে শনি মূর্তি ভেঙে দিয়ে সাম্প্রদায়িক উশৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা, পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী

অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী , ২০২৫: সম্প্রীতির শহর সোনামুড়াকে কুলষিত করার চক্রান্তে নেমেছে দুষ্কৃতিকারীরা। বর্ষবরণের রাতে শনি মূর্তি ভেঙে দিয়ে সাম্প্রদায়িক উশৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করে। ঘটনা সোনামুড়া থানাধীন সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নং ওয়ার্ড স্থিত তামসা বাড়ি উত্তরপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ এলাকার কিছু মানুষ দেখতে পায় রাস্তার পাশে নির্মিত শনি মূর্তি ফেলে রেখেছে দুষ্কৃতিকারীরা।

সঙ্গে সঙ্গে এলাকায় লোক জড়ো হতে থাকে। খবর দেওয়া হয় সোনামোড়া থানার পুলিশকে এবং সোনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ এবং নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহাজান মিয়া। তিনি এলাকাবাসীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানান। খুব দ্রুত মন্দির এবং মন্দিরের ভিতরে প্রতিমা সংস্কার করে দেওয়ার আশ্বাস দেন।

যদিও পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি। তিনিও স্থানীয় যুবকদের সঙ্গে কথা বলে এলাকার সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। দোষীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। স্থানীয়রা জেলা পুলিশ সুপারকে জানিয়ে দিয়েছেন বুধবারের মধ্যে যাতে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়। এলাকাবাসীর অভিমত এলাকার শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা শুরু করেছে এলাকার দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে তারা এই শনি মন্দিরে শনি পূজা করে আসছে। কখনো শনি মন্দির বা মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেনি।

কিন্তু বর্তমানে তারা এলাকায় সংখ্যালঘু হওয়ায় এ ধরনের কার্যকলাপ সংঘটিত হচ্ছে বলে তাদের ধারণা। তবে এলাকাবাসী সাফ জানিয়ে দিয়েছে শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য কোন ধরনের চেষ্টা হলে তারা বরদাস্ত করবে না। প্রয়োজনে তারা আইনের সব রকম সহযোগিতা নেবে। বর্ষবরণ অনুষ্ঠান এদিন মাটি করেছে দুর্বৃত্তরা। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই পরিস্থিতি অনেকটাই উত্তেজিত হয়ে পড়ে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে এলাকায় না সংঘটিত হয় তার জন্য নজর রয়েছে পুলিশ প্রশাসনের। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী।

Recent Posts