উজ্জয়ন্ত প্রাসাদে আরবানিয়া বাস ও জলাশয়ে পর্যটকদের বিনোদনমূলক প্যাডেল বোটের আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী , ২০২৫: ইংরেজি নববর্ষের প্রথম দিন রাজ্যের পর্যটনের বিকাশ আরও এক ধাপ এগিয়েছে সরকার। বুধবার আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা পর্যটন দপ্তরের পক্ষ থেকে পর্যটকদের সুবিধার্থে ও ব্যবহারের জন্য ফোর্স কোম্পানির ১৬ আসন বিশিষ্ট অত্যাধুনিক আরবানিয়া বাস ও উজ্জয়ন্ত প্রাসাদের জলাশয়ে পর্যটকদের বিনোদনমূলক প্যাডেল বোটের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে এর আনুষ্ঠানিক সূচনা ঘটে এদিন। মন্ত্রী সবুজ পতাকা নেড়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন। উজ্জয়ন্ত প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের পর্যটন নিয়ে সরকারের অত্যাধুনিক চিন্তা ভাবনা রয়েছে।

পর্যটন দপ্তরের সাথে জড়িত যেসব ছোটখাটো বিষয় আগে কখনো গুরুত্ব দেওয়া হয়নি সেগুলি এখন গুরুত্ব দিয়ে পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার দিকে নজর দিয়েছে সরকার। এরই অঙ্গ হিসেবে উজ্জয়ন্ত প্রাসাদের জলাশয়ে পর্যটকদের বিনোদনমূলক প্যাডেল বোটের ব্যবস্থা করা হয়েছে। আজকে দশটি বোট এই জলশয়ে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে মোট ১০০ টি বোট ছবিমুড়া, নারিকেল কুঞ্জ, নীরমহল সহ বিভিন্ন বড় জলাশয়ের জন্য দেওয়া হবে।

তাহলে পর্যটন কেন্দ্রগুলি আরও বেশি আকৃষ্ট হবে পর্যটকদের কাছে। এমনটাই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে পচার ও প্রসারের জন্য দুটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজিত এ দিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।