সচিবালয়ের কনফারেন্স হলে ভার্চুয়াল বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

অনলাইন ডেস্ক, ২ জানুয়ারী , ২০২৫: ভোক্তা সুরক্ষা আইন, সড়ক নিরাপত্তা এবং মাদক বিরোধী কর্মশালা ও সচেতনতার অঙ্গ হিসেবে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও ৱ্যালি আয়োজন করা হবে।

এর জন্য ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর, পরিবহন দপ্তর, ট্রাফিক পুলিশ এবং উচ্চ শিক্ষা দপ্তরের সম্মিলিত উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় গুলোর অধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষদের সাথে বৃহস্পতিবার সচিবালয়ের কনফারেন্স হলে ভার্চুয়াল বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এই কর্মসূচি সাফল্যমন্ডিত করতে মন্ত্রী আলোচনা করেন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও মহাবিদ্যালয় গুলির অধ্যক্ষদের সাথে।