রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই, বিধায়ক থেকে শুরু করে কোন জনপ্রতিনিধির অভিযোগ এলাকাবাসীর

অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারী , ২০২৫: রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই এলাকার বিধায়ক থেকে শুরু করে কোন জনপ্রতিনিধির। অভিযোগ গোলাঘাটি বিধানসভার অন্তর্গত জম্পুইজলা ব্লকের মোহনপুর ভিলেজের রাস্তার অবস্থা দীর্ঘ বছর ধরে খারাপ হয়ে আছে। কিন্তু এলাকার বিধায়ক রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেননি।

এলাকাবাসীকে বারবারই প্রতিশ্রুতি দিয়েছেন কিছুদিনের মধ্যেই কাজ শুরু হতে চলেছে। কিন্তু বাস্তবে কথার সাথে কাজের অমিল বিধায়কের। এমনটাই জানিয়েছেন এলাকার এক কৃষক। অপরদিকে এলাকার এক প্রবীণ ব্যক্তি জানান, সরকার চাইলে রাস্তাটি দ্রুত সংস্কার করতে পারে। কিন্তু সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করছে না।

এলাকায় দুইবার বিধায়ক হয়েছেন অশোক দেববর্মা। তারপর বিধায়ক হয়েছেন তিপরা মথা দলের মানব দেববর্মা। কিন্তু রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। এ রাস্তাটি দিয়ে জলাবাড়ি, শান্তির বাজার এবং আগরতলা যাওয়া যায়।