অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: তেলিয়ামুড়া ব্লকের দক্ষিণ পুলিনপুর ভিলেজ কমিটির নবনির্মিত অফিস ভবনের আজ উদ্বোধন হয়েছে। নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্য, তেলিয়ামুড়া পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া বিএসসি’র ভাইস চেয়ারম্যান প্রসন্ন হরি জমাতিয়া।
পঞ্চায়েত দপ্তরের আরজিএস তহবিল থেকে এই পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তেলিয়ামুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব আচার্য।