অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, মূল্যবোধ ও সভ্যতার প্রতি ছাত্রছাত্রীদের শ্রদ্ধাশীল হতে হবে। ভারতের সমৃদ্ধ ইতিহাস ও মহাকাব্যগুলি থেকে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা নিতে হবে৷ ভারতের ঐতিহ্য আমাদের ধৈর্য্য ও সহনশীলতার ক্ষমতা সম্পর্কে শিক্ষা দেয়।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ ফটিকরায় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করে একথা বলেন। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ফটিকরায় উচ্চমাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ বছর ধরে ছাত্রছাত্রীদের গুণমানসম্পন্ন শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ তিনি আশা প্রকাশ করেন এই বিদ্যালয়টি ভবিষ্যতে তার সুনাম অক্ষুন্ন রাখবে৷ অনুষ্ঠানে রাজ্যপাল বিদ্যালয়ের স্মরণিকারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেন, ছাত্রছাত্রীদের গুণমানসম্পন্ন শিক্ষা প্রদানে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে।
ফটিকরায় স্কুলের পরিকাঠামোর উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও অংশ নেওয়ার জন্য তিনি ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ফটিকরায় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি নীলকান্ত সিংহ৷ স্বাগত বক্তব্য রাখেন ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক৷ রাজ্যপাল বিদ্যালয়ের আর্ট গ্যালারিরও উদ্বোধন করেন৷ ছাত্রছাত্রীদের আঁকা ছবি, শিল্পকর্ম ও ভাষ্কর্য এই আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।