অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে ধর্মনগরের যুবরাজনগরে সীমান্ত রক্ষী বাহিনীর বর্ডার আউটপোস্ট (বিওপি) অর্জুনা পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে পৌছালে পানিসাগরস্থিত বিএসএফ’র সেক্টর হেড কোয়ার্টারের ডিআইজি রাজীব ভাতসরাজ ও বিএসএফ ৯৭ ব্যটেলিয়ানের কমান্ডেন্ট এস খুদ রাজ্যপালকে স্বাগত জানান।
সীমান্ত সুরক্ষায় বিএসএফ’র বিভিন্ন কর্মসূচি বিষয়ে আধিকারিকগণ রাজ্যপালকে অবহিত করেন। বিওপি পরিদর্শনের পর রাজ্যপাল যুবরাজনগরের বালিধুম এডিসি ভিলেজের বৈঠাংবাড়ি সীমান্ত গ্রাম পরিদর্শন করেন৷ বৈঠাংবাড়ি ইংলিশ মিডিয়াম এসবি স্কুল প্রাঙ্গণে রাজ্যপাল এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন৷
এলাকাবাসীকে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জনগণের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ গ্রহণ করার জন্য তিনি এলাকাবাসীকে পরামর্শ দেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ পদস্থ আধিকারিকগণ।