অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: রাজ্য সরকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে৷ দিব্যাঙ্গজনদের কল্যাণে রাজ্য সরকার ২০২৪ সালে ‘ত্রিপুরা রাজ্য দিব্যাঙ্গজন ক্ষমতায়ণ নীতি’ চালু করেছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব ব্রেইল দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন।
অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যেন তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেকেই বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার।
স্বাগত বক্তব্য রাখেন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সচিব মিঠুন সাহা৷ অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দৃষ্টিহীন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন৷ অনুষ্ঠানে ইনস্টিটিউট অব এমপাওয়ারমেন্ট অব পার্সন উইথ ভিজুয়াল ডিসএবিলিটিস এর ছাত্রছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। রাজভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।