৪৩তম আগরতলা বইমেলা, তৃতীয় দিনে কবি সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: ৪৩তম আগরতলা বইমেলার আজ ছিল তৃতীয় দিন। বইমেলা উপলক্ষে তৃতীয় দিনে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কবি সম্মেলন। কবি সম্মেলনে খোয়াই জেলার ৬৪ জন ও পশ্চিম জেলার ১ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। বইমেলার তৃতীয় দিনের সন্ধ্যায় দলাই লামা মঞ্চে আজ ঊনকোটি জেলার শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

শিল্পীগণ সমবেত আবৃত্তি, সমবেত সংগীত, সমবেত নৃত্য, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদ সেনের গান, আধুনিক সংগীত ও জনজাতি লোকনৃত্য পরিবেশন করেন। বইমেলা উপলক্ষে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনাচক্র। আলোচনা চক্রের বিষয় ছিল ‘ব্রেইল লিপি এক যুগান্তকারী আবিষ্কার’। উল্লেখ্য, আজ আন্তর্জাতিক ব্রেইল দিবস উপলক্ষে এই আলোচনাচক্রের আয়োজন করা হয়।

আলোচনাচক্রে আলোচনায় অংশ নেন বিএড কলেজের অধ্যাপক ড. সন্দীপ দেব এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের দৃষ্টিহীন লোকশিল্পী বিনয়ভূষণ চৌধুরী, সবিতারাণী রায়, সুনন্দা পুরকায়স্থ, প্রমথ সরকার ও গৌতম দেববর্মা। ৪৩তম আগরতলা বইমেলা উপলক্ষে আজ মেলা প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮ জন ছাত্রছাত্রী এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘সামাজিক মাধ্যম যুব প্রজন্মের জন্য ক্ষতিকারক’। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দিবাকর দেবনাথ, আইনজীবি কোহিনূর নারায়ণ ভট্টাচার্য ও আকাশবাণী আগরতলার সঞ্চালক সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী।