প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৭ তম প্রয়ান দিবস উদযাপন

অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: ৪ জানুয়ারি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৭ তম প্রয়ান দিবস। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।

এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। সুধীর রঞ্জন মজুমদার রাজ্যের মানুষের জন্য দায়িত্ব কর্তব্য পালন করে গেছেন।

তাই এই জননেতাকে জনদরদী নেতা হিসেবে চিনতেন রাজ্যের মানুষ। তিনি শান্তি সম্প্রীতির জন্য আজীবন কংগ্রেস কর্মী সমর্থক সহ মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আগামী দিন প্রদেশ কংগ্রেস উনার দিশায় এগিয়ে যেতে চায় বলে জানান তিনি।