রাবার বাগানে দুষ্কৃতি তাণ্ডব

অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: রাবার বাগানে দুষ্কৃতি তাণ্ডব। ঘটনা বিশ্রামগঞ্জ পঞ্চায়েতের এক নং ওয়ার্ড জোড় পুকুর এলাকায়। ক্ষতিগ্রস্ত রাবার চাষীর নাম তাপস সরকার। পিতা নেপাল সরকার।

অসহায় রাবার চাষীর বাড়ি বিশ্রামগঞ্জ বড়কুবাড়ি এলাকায়। অভিযুক্ত দুই যুবকের নাম জীবন সরকার ও সুমন সরকার। তাপস সরকারের পরিবারের ভবিষ্যতের ভরসা ১০০ টি রাবার গাছ।

এর মধ্যে ১৮ টি রাবার গাছ এলোপাথাড়ি কুপিয়ে একেবারে ধ্বংস করে দেয়। গ্রামের প্রধান থেকে শুরু করে বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও বিশ্রামগঞ্জ থানার পুলিশ যায়নি তাপসের রাবার বাগানে। অসহায় সেই রাবার চাষি ঘটনার বিচার চেয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত ২ যুবকের বিরুদ্ধে ছিঃ ছিঃ রব উঠেছে।