শব্দ দূষণের লাগাম টানতে ময়দানে নামল এনসিসি থানার পুলিশ, ১২ টি সাউন্ড বক্স ও মেশিন বাজেয়াপ্ত

অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: বর্ষ বিদায় এবং নববর্ষের আনন্দে এখনো মাতোয়ারা একাংশ অতি উৎসাহী। সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল সদর মহকুমা পুলিশ প্রশাসন। তাই শব্দ দূষণের লাগাম টানতে ময়দানে নামল এনসিসি থানার পুলিশ।

কিছুটা দেরিতে হলেও ময়দানে নেমে এসসিসি থানার পুলিশ বাজেয়াপ্ত করল বেশকিছু সাউন্ড বক্স সহ মেশিন। এনসিসি থানার ওসি জানান গত দুই দিন ধরে এনসিসি থানা এলাকায় রাত্রি ১০ তার পর সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। এতে করে শব্দ দূষণ হচ্ছিল। তাই বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

তিনটি জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি সাউন্ড বক্স সহ মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। এজিএমসি-র হোস্টেল থেকে একটি সাউন্ড বক্স ও মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও চানমারি পরিতোষ দাসের বাড়ি এবং বড়জলা এলাকা থেকে সাউন্ড বক্স সহ মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।

মোট ১২ টি সাউন্ড বক্স ও মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা সাউন্ড বক্স ও মেশিনের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা হবে।