অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী , ২০২৫: আগরতলা পুর নিগমের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে আগরতলা পুর নিগমের ৪ নং ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী আগরতলা শহরকে সাজানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ আগরতলা পুর নিগম। এর জন্য আগরতলা শহরবাসীর সহযোগিতা প্রয়োজন।
এবং কাজগুলি যাতে নিগম কর্তৃপক্ষ সঠিকভাবে করতে পারে তার জন্য সকলকে সচেতন হওয়া উচিত। মেয়র বক্তব্য রেখে আর বলেন গত তিন বছরে আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে কতটা কাজ হয়েছে সেটা জনগণ বিবেচনা করলেই বুঝতে পারবে। বিশেষ করে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে বিজেপি মনোনীত প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তারা গত তিন বছরে সেসব কাজ করেছে কিনা সেটা যাচাই করার জন্য বললেন মেয়র।
আরো বলেন জনগণ দীর্ঘ ২৫ বছর সিপিআইএমের যে কর্পোরেটরদের উপর জনগণ ভরসা রেখেছিল, সে কাজকর্ম সঠিক সময়ের মতো না করার কারণে বর্তমান কর্পোরেটরদের সেসব কাজ কর্ম করতে হচ্ছে। আগামী দিন আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করছে নিগম কর্তৃপক্ষ বলে জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে এদের এছাড়াও উপস্থিত ছিলেন বড়জলার প্রাপ্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, এলাকার কর্পোরেটর সুপর্ণা দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শেষে এলাকার দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।