অনলাইন ডেস্ক, ০৫ জানুয়ারী, ২০২৪: রেলে কাটা পড়ে মৃত্যু এল অপরিচিত ব্যক্তির। ঘটনা সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম রেল ব্রীজের নিচে। রবিবার সকালে এলাকার এক যুবক গরু চরাতে গিয়ে রেল রাস্তার পাশে এক অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে।
কিছু সময় বাদে শুনতে পায় রেলে নিচে কাটা পড়ে এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় অপরিচিত যে লোকটি সকাল থেকে এলাকায় ঘুরাঘুরি করছিল সেই লোকটি রেলের নিচে কাটা পড়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মী ও পুলিশকে।
বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও তারা অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করে বলে অভিযোগ স্থানীয়দের। পরবর্তী সময় খবর দেওয়া হয় বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের। বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায় পুলিশের উপস্থিতিতে। পুলিশ মৃত অপরিচিত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।