অনলাইন ডেস্ক, ০৬ জানুয়ারী, ২০২৪: সোমবার আগরতলা পুর নিগমের ৩৭ নং ওয়ার্ড এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি কালী টিলা এলাকায় রাস্তাঘাট, ড্রেইন পরিদর্শন করেন। দ্রুত এই কাজগুলি করার জন্য নির্দেশ দেন ইঞ্জিনিয়ার এবং কর্পোরেটরকে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, কিছুদিন পূর্বে এলাকায় একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিছু কারণবশত রাস্তা থেকে নষ্ট হয়ে যাচ্ছে । রাস্তাটি সংস্কার করা হবে। এলাকার একটি ড্রেনও ভেঙ্গে গেছে অসচেতনতার অভাবে। বিশেষ করে এই ড্রেনের মধ্যে এলাকাবাসী প্লাস্টিক ফেলে জল জমাট বেঁধে মানুষের বাড়ি ঘরে প্রবেশ করে।
তাই এই ড্রেনটি সংস্কার করা হবে। কিন্তু এই ড্রেন এবং রাস্তা রক্ষার জন্য এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে। কারণ ড্রেনের মধ্যে প্লাস্টিক ফেললে জল জমাট বেঁধে মশার বংশ বিস্তার লাভ করে এবং দুর্গন্ধ সৃষ্টি হয়ে এলাকার পরিবেশ নষ্ট হয়। তাই ড্রেনের মধ্যে যাতে কেউ প্লাস্টিক না ফেলে তার জন্য আহ্বান জানান। এদের মেয়রের সঙ্গে ছিলেন এলাকার কর্পুরেটর বাপি দাস সহ অন্যান্যরা।