অনলাইন ডেস্ক, ০৬ জানুয়ারী, ২০২৪: দুই লেডি ড্রাগস মাফিয়ার যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় অবশেষে খানার দ্বারস্থ হয়ে যুব সমাজকে রক্ষা করার জন্য দাবি করছে এলাকাবাসী। ঘটনা রাজধানীর শচীন্দ্র লাল স্থিত মধ্য চারিপাড়া এলাকায়। এলাকার নাসিমা খাতুন এবং জাহানা বেগম নামে দুই মহিলা ড্রাগস বিক্রি করে চলেছে। আর এই ড্রাগসের নেশা এলাকায় ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে যুব সমাজের মধ্যে।
রবিবার বাপন মিয়া নামে এলাকার এক যুবক কুড়াল চুরি করে ২০০ টাকা দিয়ে বিক্রি করে দেয়। তারপর ২০০ টাকা দিয়ে এলাকার অভিযুক্ত দুই মহিলার কাছ থেকে ড্রাগস ক্রয় করে। তারপর তাকে উত্তম মধ্যম দেওয়ার পর সে স্বীকার করে কুড়াল চুরির পর বিক্রি করে অভিযুক্ত দুই কাছ থেকে ড্রাগস ক্রয় করেছে। তারপর এলাকার মহিলারা ঐক্যবদ্ধভাবে অভিযুক্ত দুই মহিলাকে জিজ্ঞাসা করলে তারা জানিয়ে দেন এ বিষয় নিয়ে যদি পুনরায় তারা প্রতিবাদে সামিল হতে যায় তাহলে তাদের ছেলেদের নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।
থানা, পুলিশ তাদের হাতের মুঠোয় রয়েছে। কোনভাবেই যাতে তারা মুখ না খুলে তার জন্য হুঁশিয়ারি দিয়ে দেন। শুক্রবার এ বিষয় নিয়ে আমতলী থানা দারস্থ হলে পুলিশ এলাকাবাসীকে আশ্বস্ত করেন অভিযুক্তদের হাতেনাতে ধরিয়ে দেওয়ার জন্য। তারপর নাকি পুলিশ ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।