অনলাইন ডেস্ক, ০৬ জানুয়ারী, ২০২৪: আগরতলা বইমেলার আজ ছিল পঞ্চম দিন। আজ বইমেলায় রাষ্ট্রীয় পাখী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনাচক্র। আলোচনাচক্রে পার্থ সারথী চক্রবর্তী শুভেন্দু চৌধুরী, দীপঙ্কর দেব পাখীদের নানা বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেন।
অন্যদিকে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘বিনোভা ভাবে মঞ্চে’ ধলাই জেলার শিল্পীগন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রথম পর্যায়ে জেলার সুরপঞ্চম সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সমবেত তবলার লহড়া দিয়ে অনুষ্ঠান শুরু করেন। অতপর শিল্পী ঐকান্তিক মজুমদার মুখাভিনয়, অর্কদ্যুতি সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ শ্রুতি নাটক পরিবেশন করেন।
পঞ্চকবির সংগীত পরিবেশন করেন সুস্মিতা দত্ত ও ঝিন্নি চৌধুরী। ছন্নছড়া ও সুরবিতানের শিল্পীগণ সমবেত সংগীত এবং অর্পণ নৃত্যাশ্রম ও নৃত্য ভূমির শিল্পীগণ সমবেত নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে ধাইলু মগ ও তার দল সমবেত জনজাতি লোকনৃত্য এবং ভার্সেটাইল মিউজিক ইন্সস্টিটিউট এর শিল্পিরা সমবেত সংগীত পরিবেশন করেন।
বুদ্ধ দেববর্মা, রেশমা জমাতিয়া ও বিধিসন দেববর্মা একক সংগীত পরিবেশন করেন। এছাড়া ৭ জন বিশিষ্ট সংগীত শিল্পী একক সংগীত পরিবেশন করেন। আজ দুপুরে বই মেলার ২নং মুক্তমঞ্চে নীহারিকার এবারের প্রকাশনা উৎসব ও সুমিত্রা কর তরুণ লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়৷ এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণা দেববর্মণ, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মঞ্জু দাশ, বিশিষ্ট কবি প্রত্যুষ দেব, বিশিষ্ট সেতার বাদক শুভঙ্কর ঘোষ, শিক্ষাবিদ দীপক দাস প্রমুখ।
অনুষ্ঠানে নীহারিকা প্রকাশনা থেকে ৪৪টি নতুন বই প্রকাশিত হয়। অতিথিগণ এই বইগুলির মলাট উন্মোচন করেন। এছাড়া অনুষ্ঠানে গল্পকার সৌরভ চক্রবর্তীকে নীহারিকা প্রকাশনার পক্ষ থেকে সুমিত্রা কর তরুণ লেখক সম্মাননা প্রদান করা হয়৷
বইমেলার দ্বিতীয় মুক্ত মঞ্চে আজ রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আকষ্মিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মহাবিদ্যালয়ের ১৭ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অবসরপ্রাপ্ত উপঅধিকর্তা দেবাশিস নাথ এবং দিবাকর দেবনাথ।