দক্ষিণ ত্রিপুরা সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ত্রিপুরার খেলোয়াড়রা সুনাম অর্জন করছে : ক্রীড়ামন্ত্রী

অনলাইন ডেস্ক, ০৬ জানুয়ারী, ২০২৪: নেশামুক্ত ভারত অভিযান এবং পদ্ধতিগত ভোটার শিক্ষা ও নির্বাচনে অংশগ্রহণ কর্মসূচির অঙ্গ হিসাবে আজ বিলোনীয়া বি কে আই সিন্থেটিক ময়দানে দক্ষিণ ত্রিপুরা সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উদ্বোধকের ভাষণে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে।

খেলাধুলার মাধ্যমে দেশ-বিদেশে সুনাম অর্জন করা যায়। জাতীয় ও আন্তর্জাতিকস্তরে ত্রিপুরার খেলোয়াড়রা সুনাম অর্জন করছে। ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে খেলাধুলার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন মহকুমায় সিন্থেটিক মাঠ তৈরী করা হয়েছে৷

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদ্মশ্রী দীপা কর্মকার এবং দ্রোনাচার্য বিশ্বেশ্বর নন্দী৷ দুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়াবিদ ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ইয়ুথ আইকন রিয়া রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল। এই টুর্নামেন্টে জেলার ৮টি ব্লকের ফুটবলারগণ অংশ নিচ্ছেন। আজ পরস্পর প্রতিদ্বন্দিতা করছে সাতচাঁদ শার্ক এবং রাজনগর রেনেসা একাদশ।