অনলাইন ডেস্ক, ০৭ জানুয়ারী, ২০২৪: পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের সভাকক্ষে মহকুমা ভিত্তিক পূর্ণরাজ্য দিবস ও প্রজাতন্ত্র দিবস উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷ সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুশান্ত দেববর্মা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পানিসাগর নগরপঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, পানিসাগর ব্লকের বিডিও নবব্রত দত্ত, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২১ জানুয়ারি পানিসাগর টাউনহলে মহকুমা ভিত্তিক পূর্নরাজ্য দিবস উদযাপন করা হবে৷
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালিও অনুষ্ঠিত হবে৷ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে। ২৬ জানুয়ারি মহকুমা ভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে পানিসাগরের বিবেকানন্দ মুক্ত মঞ্চ প্রাঙ্গণে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ এছাড়াও প্রজাতন্ত্র দিবস উদযাপন কর্মসূচির মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, প্রীতি ক্রিকেট ম্যাচ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।