অনলাইন ডেস্ক, ০৭ জানুয়ারী, ২০২৪: গত ৫ জানুয়ারি থেকে মোহনপুর মহকুমার বামুটিয়া বিনোদনী ইংলিশ মিডিয়াম হাই স্কুলে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হয়েছে। চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।
গত ৫ এবং ৬ জানুয়ারি দুই দিনে ১৬৫.১৪৬ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। মহকুমার ৪৪ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২৩ টাকা দরে ধান ক্রয় করা হয়েছে। মোহনপুর মহকুমা খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।