কাঁঠালিয়ায় ৫দিনব্যাপী বুকভিত্তিক, আত্মনির্ভর কৌশল এবং বস্ত্রমেলা শুরু

অনলাইন ডেস্ক, ০৭ জানুয়ারী, ২০২৪: কাঁঠালিয়া ব্লকের উদ্যোগে গতকাল থেকে কাঁঠালিয়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে ব্লকভিত্তিক আত্মনির্ভর কৌশল এবং বস্ত্রমেলা। পাঁচদিনব্যাপী এই মেলা চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, এই মেলার মধ্য দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনকারী স্বসহায়ক দলের মহিলাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার মহিলাদের কল্যাণে বিভিন্ন প্রকল্প চালু করে তাদের আত্মনির্ভর করে তোলার প্রয়াস নিয়েছে। তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রীগুলি বহির্রাজ্যে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, বিধায়ক ভগবান চন্দ্ৰ দাস, সিপাহীজলা জিলা পরিষদের সহসভাপতি পিন্টু আইচ, কাঁঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মিঠু রাণী দাস, কাঁঠালিয়া বিএসি চেয়ারম্যান তপন কুমার ত্রিপুরা এবং কাঁঠালিয়া ব্লকের বিডিও হোমাগ্নি ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেলায় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ১৪টি প্রদর্শনী স্টল, স্বসহায়ক দলের পক্ষ থেকে ২০টি স্টল এবং বস্ত্র বিক্রেতাদের পক্ষ থেকে ১১টি স্টল খোলা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের দিন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এলাকার ১০১ জন কৃষককে কৃষি সহায়ক বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।