অনলাইন ডেস্ক, ০৭ জানুয়ারী, ২০২৪: বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড রাজধানীর জিবি বাজারে। এই অগ্নিকাণ্ডে বাজারের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ফলের দোকানটি সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ফলের দোকানে আগুনের লেলিহান নজরে আসে।
সাথে সাথে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছায় তিনটি দমকলের ইঞ্জিন। দীর্ঘ আধ ঘন্টা সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। দমকল কর্মীরা ঘটনাস্থলে সময়মতো ছুটে আসায় আগুন বিস্তার লাভ করতে পারেনি বলে জানান দমকল কর্মীরা।
এদিকে এক ব্যবসায়ী জানান কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয় নিয়ে কোন কিছুই বলতে পারছে না। তবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকানের। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ছড়িয়েছে এলাকায়।