মহারাণী জল উৎসবের উদ্বোধন, জল সংরক্ষণ ও জলের অপচয় রোধে সকলকে এগিয়ে আসতে হবে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক, ০৮ জানুয়ারী, ২০২৪: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নদী ও জলাশয়গুলিকে সংরক্ষণ ও দূষণমুক্ত রাখার বিষয়টিকে বৃহত্তর জনআন্দোলনের রূপ দিতে কাজ করছেন। গঙ্গা নদীকে দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রী নমামি গঙ্গে প্রকল্পের সূচনা করেছেন। গোমতী নদী আমাদের রাজ্যের বৃহত্তম নদী। এই নদীকেও দূষণমুক্ত রাখা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব শুধু সরকারের একার নয়। সবাই এগিয়ে এসে গোমতী নদীকে দূষণের কবল থেকে মুক্ত রাখতে হবে।

আজ উত্তর মহারাণী গ্রাম পঞ্চায়েতের গোমতী মুক্তমঞ্চে তিনদিনব্যাপী মহারাণী জল উৎসবের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, রাজ্য সরকার কৃষ্টি ও সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে কাজ করছে। পর্যটন ক্ষেত্রকে সাজিয়ে তোলার জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে।

মহারাণী ব্যারেজ থেকে ছবিমুড়ায় বোটে করে যাওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের জন্য রোপওয়ে তৈরি করার পরিকল্পনাও হয়েছে। অর্থমন্ত্রী বলেন, শুধু উৎসবের আয়োজন করলে চলবে না। জলের অপচয় বন্ধ করতে হবে। তবেই এই উৎসবের সার্থকতা আসবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া এবং বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাতাবাড়ি ব্লকের বিডিও শুভব্রত দে৷

সভাপতিত্ব করেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পীরাণী দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি সুজন কুমার সেন। মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য ঝুলন দাস, সমাজসেবী বিশ্বজিৎ মারাক, সানি সাহা, রফিক মিঞা, অমল সরকার প্রমুখ। মহারাণী জল উৎসবে বিভিন্ন দপ্তর থেকে ৯টি প্রদর্শনী মন্ডপ খোলা হয়েছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে সুবিধাভোগীদের কনি জাল ও ডেকচি তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের।