অনলাইন ডেস্ক, ০৮ জানুয়ারী, ২০২৪: আমাদের দেশের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা, সৃজনশীলতা, চিন্তাশক্তি জাগানো এবং দক্ষতা বৃদ্ধি, মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে অবগত করে তাদের বর্তমান সময়ের উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
আজ সকালে আগরতলার হলিক্রস স্কুলের প্রি-প্রাইমারির নতুন ব্লকের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু একথা বলেন। তিনি বলেন, আমাদের সমাজের বৈচিত্র্যময় রূপকে সম্মান করার জন্য ছাত্রছাত্রীদের শিক্ষাদান করতে হবে এবং নৈতিকতা, সততার পাঠ দিতে হবে।
তিনি শিশু মনকে সঠিকভাবে পথপ্রদর্শনের অবিরাম প্রচেষ্টার জন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের প্রশংসা করেন। হলিক্রস এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাদার কে জে আব্রাহামও বক্তব্য রাখেন। স্কুলের প্রিন্সিপাল স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ সরকার।
রাজ্যপাল ক্লাসরুম, আর্কাইভ অ্যাক্টিভিটি রুম ইত্যাদি ঘুরে দেখেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।