রক্তের কোন জাত পাত হয় না, যারা রক্তদান করেন, তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করেন : মেয়র

অনলাইন ডেস্ক, ০৮ জানুয়ারী, ২০২৪: ৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জন্মদিন। এ উপলক্ষে আইজিএম হাসপাতালের কমপ্লেক্সে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য দপ্তরের কর্মচারীবৃন্দের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, রাজ্যের মুখ্য দিশারী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্মদিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে এ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মেয়র আরো বলেন রক্তদান মহৎ দান সেটা সকলে অবগত রয়েছেন। কিন্তু নিয়মিত এই রক্তদান অত্যন্ত প্রয়োজন। এই রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে।

আজকে যারা রক্তদান করছে তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কাজ করছে। কারণ রক্তের কোন বিকল্প হয় না। বিজ্ঞানীরা বহু চেষ্টা করেও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। এবং এ রক্তের কোন জাত পাত হয় না। তাই রক্তদানের মতো মানব ধর্মে যারা এগিয়ে এসেছেন তাদের শুভেচ্ছা জানান মেয়র। অপরদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্মদিন উপলক্ষে বুধবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির করা হয়। ৬ আগরতলা মন্ডলের পক্ষ থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবির করা হয়েছে। মুখ্যমন্ত্রীর স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। সেই দিশা নিয়ে কাজ করছে সরকার।