অনলাইন ডেস্ক, ০৮ জানুয়ারী, ২০২৪: মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা বীরচন্দ্র মনু মহানন্দ বৈষ্ণব পাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম দীপল দেবনাথ। বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকায়। ঘটনার বিবরনে জানা যায় উদয়পুর মহকুমার রাজারবাগ এলাকার বাসিন্দা দীপল দেবনাথ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার মহানন্দ বৈষ্ণব পাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যায়। মহানন্দ বৈষ্ণব পাড়ার রেলব্রীজ সংলগ্ন এলাকায় তার মেয়ের বাড়ি। বুধবার সকালবেলা রেললাইনের পাশে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
সকালবেলায় আগরতলা থেকে সাব্রুমগামী রেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। দীপল দেবনাথকে এইভাবে রেল লাইনের পাশে পরে থাকতে দেখে শান্তির বাজার দমকল কর্মীদের নিকট খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল কর্মীরা। দমকল কর্মীরা দীপল দেবনাথকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপল দেবনাথকে দেখে মৃত বলে ঘোষনা করেন।
মৃতদেহ বর্তমান সময়ে শান্তির বাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সকাল বেলায় প্রাতঃভ্রমনে বের হয়ে ঘন কুয়াশার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।