টেলিফোনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ওমানের সুলতানের

অনলাইন ডেস্ক,১১ জুন, ২০২৪: ওমানের সুলতান হাইথাম বিন তারিক আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে এই নিয়ে টানা তৃতীয়বার শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ওমানের সুলতান টেলিফোন করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

ওমান এবং ভারতের মধ্যে শতবর্ষ প্রাচীন বন্ধুত্বের সম্পর্কের উল্লেখ করে তিনি ভারতের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
তাঁর এই হার্দ্য শুভেচ্ছাবার্তার জন্য প্রধানমন্ত্রী ওমানের সুলতানকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে গত বছর ডিসেম্বর মাসে ভারতে তাঁর ঐতিহাসিক সফরের ওপর আলোকপাত করে তিনি বলেন, এই সফর সবক্ষেত্রেই দ্বিপাক্ষিক সহযোগিতার বাতাবরণকে আরও মজবুত করেছে।

উভয় নেতাই দুদেশের পারস্পরিক স্বার্থে ভারত – ওমান সহযোগিতার সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী ওমানের সুলতান এবং তাঁর দেশবাসীকে আসন্ন ইদুল আজহা উৎসব উপলক্ষে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

 

pib