অনলাইন ডেস্ক,১১ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যোগাভ্যাসকে জীবনের অভিন্ন অঙ্গ করে তুলতে সকলকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যোগাভ্যাস আমাদের জীবনে শান্তির নিভৃতালয় প্রদান করে। তা জীবনের নীতিবাচক চ্যালেঞ্জকে শান্তি এবং স্থৈর্যের সঙ্গে মোকাবিলার শক্তি জোগায়। আসন্ন যোগ দিবস উপলক্ষে শ্রী মোদী বিভিন্ন যোগাসন এবং তার সুফল সংক্রান্ত একগুচ্ছ ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
তাতে যোগাসনের নানা নির্দেশও রয়েছে। এক্স মাধ্যমে একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন ; “আজ থেকে ১০ দিনের মধ্যেই সারা বিশ্ব দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে। আবহমান এই যোগচর্চা একতা এবং ঐক্যসূত্রের উদযাপন। যোগাভ্যাস সাংস্কৃতিক এবং ভৌগোলিক সীমাকে অতিক্রম করে বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে সার্বিক সুস্থতার লক্ষ্যে একসূত্রে গেঁথেছে।
“এবছর আমরা যোগ দিবস উদযাপনের লক্ষ্যে পা বাড়িয়েছি, যোগাভ্যাসকে আমাদের জীবনের এক অভিন্ন অঙ্গ করে তোলার দায়বদ্ধতা পুনরায় ব্যক্ত হোক। সেই সঙ্গে অন্যদেরও যোগাভ্যাসকে জীবনের অনুপ্রেরণার অঙ্গ করে তুলতে উৎসাহ জোগানো হোক। যোগাভ্যাস আমাদের জীবনের শান্তির নিভৃতালয় প্রদান করে।
সেই সঙ্গে জীবনের নেতিবাচক চ্যালেঞ্জকে শান্তি এবং স্থৈর্যের সঙ্গে মোকাবিলার শক্তি জোগায়।” “যোগ দিবস এগিয়ে আসায় আমি যোগাভ্যাসের নানা সুফল সংক্রান্ত একগুচ্ছ ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এতে যোগাসনের নানা নির্দেশও রয়েছে। আমি আশা করি এগুলি নিয়মিত যোগচর্চায় আপনাদের উৎসাহ দেবে।”
pib