এক বাংলাদেশী মানব পাচারকারিকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ

অনলাইন ডেস্ক, 24 অক্টোবর 2024: রাজ্যে বন্ধ নেই মানব পাচার। বাংলাদেশ থেকে চলছে এই অনুপ্রবেশ। সীমান্ত প্রহরী বিএসএফ, রাজ্য পুলিশ ও গোয়েন্দা শাখার দুর্বল তদন্ত এবং অজ্ঞাত কারণে এই অনুপ্রবেশ দিন দিন বেড়ে চলেছে। এবং তারা ভারতের ভূখন্ডে পা রেখে ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে।

এর মধ্যে আবারো এক বাংলাদেশী মানব পাচারকারিকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত বাংলাদেশী মানব পাচারকারীর নাম রুহুল আমিন। বুধবার গভীর রাতে সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর সিমান্তের ১০ নং গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃত রুহুল আমিন বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গা ভারতে পাচার করার সাথে যুক্ত। তার বিরুদ্ধে জিআরপি থানায় মামলা রয়েছে। বুধবার আগরতলা জিআরপি থানার পুলিশ জানতে পারে রুহুল আমিন বুধবার রাতে বাংলাদেশী নাগরিকদের ভারতে পাচার করতে পারে।

সেই সংবাদের উপর ভিত্তি করে আগরতলা জিআরপি থানার পুলিশ ও সোনামুড়া থানার পুলিশ ইউএনসি নগর সিমান্তের ১০ নং গেইটের পাশে ওত পেতে বসে। গভীর রাতে রুহুল আমিন ভারতে আসার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রুহুল আমিনকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।