চুরি করতে এসে ব্যর্থ, আগুন লাগিয়ে বাড়ির লোকদের হত্যা করার চেষ্টা করল দুষ্কৃতিকারীরা

অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারী, ২০২৫: চুরি করতে এসে ব্যর্থ হয়ে পরের দিন ঘরে আগুন লাগিয়ে বাড়ির লোকদের হত্যা করার চেষ্টা করল দুষ্কৃতিকারীরা। ঘটনা মেলাঘর বড় পাথর বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর বড়পাথর এলাকার একটি ফার্নিচার এবং টিম্পার মালিক মালেক মিয়া ধর্মনগর ইজতেমাতে ছিলেন।

আর এই সুযোগে চোরের দল মালেক মিয়ার বাড়ি থেকে তার তৈরি করা ফার্নিচার বের করে রাস্তাতে নিয়ে আসলে তার মেয়ে দেখতে পায় চোরের দল ফার্নিচার গুলি রেখে পালিয়ে যাচ্ছে। কিন্তু গতকাল রাতে মালেক মিয়া এবং তার পরিবার সবাই যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন রাত দুইটা থেকে আড়াইটার নাগাদ দুষ্কৃতিকারীরা একটি পাইপের ভিতর কাগজের টুকরো ঢুকিয়ে কেরোসিন খেলে ফার্নিচারের কাঠের উপর আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে মালিক মিয়ার স্ত্রী চিৎকার শুরু করেন।

আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুষ্কৃতীরা চেয়েছিল পুরো পরিবারের হত্যা করার জন্য, কিন্তু সঠিক সময়ের মতো আগুন নজরে আশায় প্রাণে বেঁচে যায় গোটা পরিবার। এমনটাই দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এলাকায় তাদের সাথে কারোর শত্রুতা নেই। কিন্তু চুরি করতে ব্যর্থ হওয়ায় চোরের দল মেজাজ হারিয়ে এই ঘটনা সংগঠিত করার চেষ্টা করেছে বলে মনে করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুড়া থানার পুলিশ। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।