অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারী, ২০২৫: গোমতী জেলার অধীন ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের উদ্যোগে গত ১৬ জানুয়ারি কাঁকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে চোখের নানা সমস্যা নিয়ে মোট ২০০ জন রোগী উপস্থিত থেকে চক্ষু পরীক্ষা করান।
উক্ত চক্ষু পরীক্ষা ও চোখের ছানি সনাক্তকরণ শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের অপটোমেট্রিস্ট সৌরভ চক্রবর্তী। তিনি উপস্থিত সকলকে চক্ষু পরীক্ষা করে, প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এদের মধ্যে ২৫ জনকে চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চোখের ওষুধ প্রদান করা হয় এবং ১৫০ জনকে চশমা সহ চোখের ড্রপ দেওয়া হয়।
এছাড়া এই চক্ষু পরীক্ষা ও চোখের ছানি সনাক্তকরণ শিবিরে ২৫ জনকে বিনামূল্যে চোখের ছানির অপারেশন করার জন্য চিহ্নিত করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন এমপিএস বিজয় ভূষণ ঘোষ এবং জিডিএ বিমল বর্মণ। চোখের নানা সমস্যার রোগীরা বিনামূল্যে এই ধরনের চোখের চিকিৎসা পরিষেবা সহ ওষুধ ও চশমা পেয়ে খুবই আনন্দিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।