নিখোঁজ কলেজ পড়ুয়া ছাত্রী, থানায় ডেপুটেশন এলাকাবাসীর

অনলাইন ডেস্ক, ২৬ অক্টোবর, ২০২৪: ভালোবাসা নাকি অন্ধ,ভালোবাসা কখনো কোনো সীমা মানে না। স্থান, কাল, পাত্র, ধর্ম—কোনো কিছুই তা আটকাতে পারে না। ভালোবাসা মানতে চায় না তথাকথিত কোন ধর্মীয় বিধি নিষেধ। এই ভালোবাসার অন্ধত্বই কখনো কখনো সামাজিক অস্থিরতার সৃষ্টি করে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে, যেখানে সামাজিক মাধ্যমের প্রভাবে এক কলেজ পড়ুয়া ছাত্রী নিজের প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়।

এই ঘটনায় মানিক্যনগর এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং তাঁরা অবিলম্বে তাদের মেয়েকে উদ্ধার করার দাবিতে থানায় ডেপুটেশন দিয়েছেন। জানা যায় গত ২২ অক্টোবর মানিক্য নগর গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন দাসের কন্যা জিম্পি দাস কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়।

কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে শুরু করেন। পরে জানতে পারেন যে, জিম্পি নয়নজলা গ্রামের আবু কালামের ছেলে ফারুক হোসেনের সাথে পালিয়ে গিয়েছে। ঘটনার পর দুই পরিবারের সদস্যরা কলমচৌড়া থানায় বিষয়টি জানায়। এবং স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে।

কলমচৌড়া থানার ওসি নারুগোপাল দেব এবং এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। তারা দুই ধর্মের মধ্যে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকেন এবং ঘটনাটি যেন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয় সেদিকে বিশেষ নজর রাখেন। সারারাত তাঁরা নিজে থেকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি চালান এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিক তদন্তের সময় পুলিশ ফারুক হোসেনের পিতা সহ মোট সাত জনকে থানায় এনে ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কোনো তথ্য না পেয়ে তাঁদের ছেড়ে দেয়। তদন্ত করতে গিয়ে পুলিশ আগরতলা এয়ারপোর্টের সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায় ২২ অক্টোবর জিম্পি এবং ফারুক আগরতলা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

শনিবার কলমচৌড়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দাবি করেন যে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের মেয়েকে উদ্ধার করতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ডেপুটেশনের সময় তাঁরা জানান যে, তাদের মেয়ে কলেজে যাওয়ার সময় ফারুক তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়েছে। তাঁরা প্রশাসনকে অনুরোধ করেন দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য।

থানার ওসি নারুগোপাল দেব ডেপুটেশন গ্রহণ করে এলাকাবাসীকে আশ্বাস দেন, পুলিশ তদন্ত করছে এবং তাঁদের মেয়েকে উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করবে। এদিকে মেয়েটি সামাজিক মাধ্যমে জানায় সে নিজে থেকে পালিয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কলমচৌড়ায়।