অনলাইন ডেস্ক, ২৬ অক্টোবর, ২০২৪: এলাকাবাসীর চাপে পড়ে জুয়া বিরোধী অভিযানে নেমে দুজনকে আটক করলো এনসিসি থানার পুলিশ। ধৃত দুজনের নাম সুমন সাহা এবং মিহির বাহাদুর ছেত্রী। এ বিষয়ে এনসিসি থানার ওসি জানান, জুয়া খেলার আসর বসেছিল।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। অভিযানে গিয়ে প্রচুর জুয়া সামগ্রী, নগদ ১২৯৪৫ টাকা সহ দুজনকে আটক করা হয়। তাদের নাম সুমন সাহা এবং মিহির বাহাদুর ছেত্রী। তাদের বাড়ি গোর্খা বস্তি এলাকায়। পুলিশ তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের সাথে আরও কারা জড়িত রয়েছে সে বিষয়টা জিজ্ঞাসাবাদ চালিয়ে দেখা হচ্ছে। পুলিশ জোয়া বিরোধী অভিযান আগামী দিন অব্যাহত থাকবে।