শীতলা তলি উন্নয়ন কমিটির পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা ও বস্ত্রদান

অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর, ২০২৪ : আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে বুধবার টাউন শিব নগর এলাকায় শীতলা তলি উন্নয়ন কমিটির পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বক্তব্য রেখে বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে দীপাবলিতে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়। এই দীপাবলি উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এতে কচি কাচাদের মধ্যে আরও বেশি উৎসাহ বাড়বে। বক্তব্যের শেষে তিনি রাজ্যবাসীকে দীপাবলি শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শেষে একটি বস্ত্রদানের আয়োজন করা হয়।

সংসদ রাজীব ভট্টাচার্য দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা।