আমি কোচ হতে চাই না : মেসি

অনলাইন ডেস্ক, ১ নভেম্বর, ২০২৪: খেলোয়াড়ী ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসি কি ভবিষ্যতে কোচিংকে পেশা হিসেবে বেছে নেবেন? সেটা না হলে খেলা ছাড়ার পর তিনি কী করবেন? এসব নিয়েই এবার মুখ খুললেন মেসি। ইতালিয়ান সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, আমি কোচ হতে চাই না। তাছাড়া আমি এখনো নিশ্চিত নই যে ভবিষ্যতে কী করতে চাই।

আসলে আমি বর্তমানে যা করি সেটাই আমার কাছে অনেক বেশি মূল্যবান। তাই আমি শুধু খেলা, অনুশীলন এবং মজা করার কথাই ভাবি।

এ মৌসুমে মাত্র ১৯ ম্যাচে ২০ গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা। এ বছর এমএলএসে সাপোটার্স শিল্ড জিতেছে মায়ামি। এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পাঁচজনের চূড়ান্ত তালিকায় আছে মেসির নাম।