গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সমবায় মন্ত্রী

অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর, ২০২৪: অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে খোয়াই জেলাভিত্তিক এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। আলোচনাচক্রের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আলোচনাচক্রের উদ্বোধন করে সমবায় মন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রাজ্যের সমবায় সমিতিগুলিকে উৎসাহিত করার পাশাপাশি ল্যাম্পস ও প্যাক্সগুলিকে পুনরুজ্জীবিত করা হচ্ছে। আলোচনাচক্রে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। আলোচনাচক্রে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় ও তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার।

সভাপতিত্ব করেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ। আলোচনাচক্রে উপস্থিত ছিলেন কল্যাণপুর বিএসি’র চেয়ারম্যান ইন্দ্রাণী দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক পরিমল মজুমদার, কল্যাণপুর ব্লকের বিডিও হিমেন্দু বিকাশ পাল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার সমবায় দপ্তরের উপনিয়ামক সঞ্জীব ভৌমিক৷ আলোচনাচক্রে খোয়াই জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।

Recent Posts