অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর, ২০২৪: শুক্রবার সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় গোমতী নদীর জলে। উদয়পুর মহারানী এলাকার তিন সন্তানের মা মধুবালা বেগম নামে এক গৃহবধূ গোমতী নদীতে মাছ ধরতে যায় বৃহস্পতিবার সকালে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসায় বাড়ির লোকজন মধুবালা বেগমকে খুঁজতে গিয়ে না পেয়ে এলাকাবাসীকে খবর দেয়।
এলাকাবাসী ছুটে এসে বহু খুঁজাখুঁজি করে না পেয়ে মহারানী ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি সহ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।রাত হয়ে যাওয়ায় মহিলাকে খুঁজে বের করা সম্ভব হয় নি। এদিকে মূত মহিলার বাপের বাড়ির লোকজন তাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি করে।
এদিকে শুক্রবার সকাল হতে এলাকার লোকজন সহ বাড়ির লোকজন মহারানী এলাকার গোমতী নদীতে দেখতে পায় একজন মহিলার দেহ ভাসতে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন সহ এলাকাবাসী মৃতদেহটি উদ্ধার করতে নদীর জলে নামে। তারপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মহারানী হাসপাতালে। ময়না তদন্তের পর জানা যাবে মূত্যুর আসল রহস্য। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।