রাজ্যের শিল্পীদের তৈরি সামগ্রী যাতে বিশ্বের বাজারে তুলে ধরা যায় সেই চেষ্টা করছে বর্তমান সরকার: পূর্বাশার চেয়ারম্যান

অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর, ২০২৪: শুক্রবার প্রজ্ঞা ভবনে তাঁতি উন্নয়ন কর্মসূচির সূচনা হয়। একই সঙ্গে হস্তশিল্প ক্লাস্টার উন্নয়ন প্রকল্পের অধীনে টুলকিট বিতরণ ও জাতীয় আদিবাসী দিবস ২০২৪ উদযাপন বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্বাশা চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন।

তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, পূর্বাশার মাঠ একসময় সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছিল। অসামাজিক কার্যকলাপ সংগঠিত হতো পূর্বাশায়। এবং পূর্বাশার মাঠ জঙ্গলের পরিণত হয়েছিল। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পূর্বাশা নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা চলছে।

রাজ্যের শিল্পীদের তৈরি সামগ্রী যাতে বিশ্বের বাজারে তুলে ধরা যায় সেই চেষ্টা করছে বর্তমান সরকার। একই সাথে ত্রিপুরার বাঁশ বেত শিল্প পুনর্জীবিত করার চেষ্টা চলছে। এর জন্য বর্তমান সরকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করতে সফল হয়েছে। আগামী দিন পূর্বাশা আরো বেশি উন্নত হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাশার অন্যান্যরা।

Recent Posts